চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয় বিগত ১৬ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখে এবং জাতীয় সংসদ উপ নির্বাচন ০১/০১/২০২৩ উক্ত ইউনিয়ন পরিষদ নির্বচনে নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার এবং জাতীয় সংসদ উপ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত দুই নির্বাচন কোন রকম বিতর্ক ছাড়াই সকল দলের এবং সকল প্রার্থীর সহযোগিতায় ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত নির্বাচন সাংবাদিক, পর্যবেক্ষক, ভোটারসহ প্রার্থীদের মধ্যেও একটি আস্থার পরিবেশ তৈরী করেছে। উল্লেখিত নির্বাচন ছাড়াও অতি সম্প্রতি ২০২২ এর হালনাগাদ শেষে ২০২৩ এর জানুয়ারীতে রিভাইজিং অথরিটির মাধ্যমে যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫ জানুয়ারী, ২০২৩ খ্রিঃ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। বর্তমানে সবসময় সেবাগ্রহীতাদের ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা নিয়মিত প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস