Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা নির্বাচন অফিসে প্রদত্ত সেবাসমূহের ধাপ
বিস্তারিত

১। নতুন ভোটার নিবন্ধনঃ (ক) প্রথমে www.services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

  • (খ) আবেদনপত্র ডাউনলোড করে ৩৪ ও ৩৫ নং ঘরে শনাক্তকারীর তথ্য এবং ৪০, ৪১ ও ৪২ নং ঘরে যাচাইকারীর তথ্য পূরণপূর্বক প্রয়োজনীয় ডকুমেন্টসহ ( নাগরিকত্ব সনদ, অনলাইন জন্মসনদ, শিক্ষা সনদ, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, হোল্ডিং ট্যাক্সের রশিদ ইত্যাদি) নির্বাচন অফিসে জমা প্রদান।
  • (গ) উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আুবেদনকারীর বায়োমেট্রিক প্রদান এবং প্রুফকপি দেখে সঠিকতা নিশ্চয়ণ।
  • (ঘ) পূনরায় অফিস কতৃক প্রুফ করে মূল ডাটাবেজে আপলোড ।
  • (ঙ) প্রয়োজনীয় যাচাইশেষে মূল তালিকায় অন্তভূক্ত এবং ভোটারকে এস এম এসের মাধ্যমে এন আইডি নম্বর প্রদান ও জাতীয় পরিচয়পত্র মূদ্রনের ক্ষমতা প্রদান। 

ডাউনলোড